ফতুল্লায় সোর্স রনি দাসের বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদাবাজীর মামলা

147
ফতুল্লায় আবারও সোর্স রনি কুমার দাসের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা । গতকাল শনিবার ফতুল্লা মডেল থানায় গার্মেন্টস ব্যবসায়ী শামীম বাদী হয়ে রনিসহ ৫ জনকে আসামী করে ২ লক্ষ টাকা চাঁদাবাজীর মামলাটি দায়ের করেন। মামলায় অন্য আসামীরা হলো জুট সন্ত্রাসী আব্দুল, মো: আলী, সাইফুল ওরফে বরিশাইল্যা সাইফুল, সুমন । মামলা নং- ৯১(৮)১৬। এর আগে ফতুল্লা ধর্মগঞ্জ শীষ মহল এলাকায় হিন্দুদের ঘরে আগুন দেওয়ার ঘটনায় ও মোবাইল চুরির এবং নাশকতার মামলা রয়েছে । এ মামলা সূত্রে জানাযায়, ফতুল্লা মাসদাইর শেরে বাংলাসড়কের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. শামীম মিয়া। সে গার্মেন্টস ব্যবসা করে আসছে। এই ব্যবসায়ীকে নিয়ে মাসদাইর পাকারপুল এলাকার আ. জব্বারের ছেলে জুট সন্ত্রাসী মো.আব্দুলের সাথে বিরোধ চলে আসছে। গত ২৪ আগস্ট রাত সোয়া ৯টায় শামীম ব্যবসায়ীক কাজে ধর্মগঞ্জ শীষ মহল এলাকায় তার বন্ধু পলাশের বাসায় যায়। পলাশের সাথে কথা বার্তা শেষ করে শামীম তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।এমন সময় পূর্ব পরিকল্পিত ভাবে ঔৎ পেতে থাকা মাসদাইর পাকাপুল এলাকার আ.জব্বারের ছেলে আব্দুল, মো.আলী, সোর্স রনি কুমার দাস, সাইফুল ওরফে বরিশাইল্যা সাইফুল, সুমন গংরা শীষ মহল মাঠে শামীম পৌছানো মাত্রই সন্ত্রাসী কায়দায় মারপিট করে। এরপর রনি অব্দুল গংরা শামীমকে মারপিট করে আটক রেখে বাসা থেকে ফোন করে নগদ ২লক্ষ টাকা চাঁদা দাবী করে । তাদের ২লক্ষ টাকা চাঁদা দিলে শামীম কে ছেড়ে দেয়ার প্রতিশ্রæতি দেয়। যদি টাকা না দেয় তাহলে শামীম মেরে ফেলার হুমকী দেয়। এরপর শামীমের পরিবার তাকে খুজেঁ না পেয়ে শামীমে পরিবারের লোকজন ফতুল্লা মডেল থানায় এসে অভিযোগ করে পুলিশ নিয়ে ঘটনা স্থলে যায়।পুলিশের টের পেয়ে রনি ও আব্দুল গংরা শামীমকে শীষ মহল মাঠে ফেলে পালিয়ে যায়।এঘটনা যাচাই করে তদন্ত সাপেক্ষে পুলিশ জুট সন্ত্রাসী আব্দুল ,পুলিশের সোর্স কথিত সাংবাদিক রনিকুমার দাস সহ ৫জনকে আসামী করে শামীম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজী মামলা দায়ের করেছেন। সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার সাবেক এস আই হারুন আর রশিদের সোর্স ছিলেন ফতুল্লার পঞ্চবটি হরিহর পাড়া এলাকার রনি কুমার দাস। সেই থেকে পুলিশের সাথে সখ্যতা রেখে সাধারন মানুষকে ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীরা মাদক ফাও না দেওয়ায় পুলিশ দিয়ে তাদের ধরিয়ে দিত। চলতি বছরের ২৬ ও ২৭ ফেব্রæয়ারী ফতুল্লা ধর্মগঞ্জ শীষ মহল এলাকায় রাতে নিতাইচন্দ্রের ঘরে এবং সত্যচন্দ্র দাসের নারিকেলের শলার গোডাউনে আগুন দেওয়ার ঘটনায় ২ মার্চ রাতে ফতুল্লা মডেল থানায় অমর চন্দ্র দাস বাদী হয়ে সোর্স রনি কুমার দাসকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলানং ৬(৩)১৬। প্রায় ৩ মাস পূর্বে ড্যান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদলের মোবাইল চুরির দায়ে অভিযোগ দায়ের হয়। পরে তার বাবা ও মার অনুরোধে অভিযোগটি প্রত্যাহার করেন। এছাড়া জামাত শিবিরের নাশকতার মামালা ও রয়েছে সোর্স রনির বিরুদ্ধে। ওই দুটি মামলা জেল খেটে জামিনে বের হয়ে আরো বেপোয়ারা হয়ে যায় সোর্স রনি। এরপর গত ২৪ আগষ্ট গার্মেন্টস ব্যবসায়ী শামীমের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদাবাজীর অভিযোগে গতকাল এ মামলাটি দায়ের হয়।