জঙ্গিবাদ সন্ত্রাসবাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে-নারায়ণগঞ্জে বার্নিকাট

22

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্টদূত মার্সিয়া বার্নিকাট। আজ (৩ সেপ্টম্বর) সকাল ১০ টা ৪৫ মিনিটে নগর ভবনে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের মার্সিয়া বার্নিকাট জানান, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশের আইনশৃংখলা বাহিনী যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।

এরআগে সকাল ৯টা ২৪ মিনিটে নগর ভবনের সামনে এসে গাড়ী থেকে নামার পর রাষ্ট্রদূতকে ফুলের অভ্যর্থনা জানান সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভী। এরপর ফুলের পাপড়ী ছিটিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে নগর ভবনে বরণ করে নেন সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলরসহ সিডিসির নারী কর্মকর্তারা।

জঙ্গিবাদ সন্ত্রাসবাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

মার্সিয়া বার্নিকাট আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভীর সাথে আমার যতবার কথা হয়েছে, ততবারই আমি নারায়ণগঞ্জে আসার পরিকল্পনা করেছিলাম। কেননা, আমি জানি বাংলাদেশের ইতিহাসে নারায়ণগঞ্জ কেমন ভূমিকা রেখেছে, অর্থনীতিতে কেমন ভূমিকা রাখছে। তাই নারায়ণগঞ্জে আসতে আমি উদগ্রীব ছিলাম। আজ আসতে পেরে অনেক ভাল লেগেছে।

এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র হাইকমিশনের একটি প্রতিনিধি দল, নাসিক প্যানেল মেয়র-১ হাজী ওবায়েদ উল্লাহ, প্যানেল মেয়র-৩ শারমিন হাবিব বিন্নি, সচিব মাহমুদুল হক, প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এ সার্কেল মাসুদুর রহমান, ফতুল্লা সার্কেল শরফুদ্দীন, এএসপি (ট্রাফিক) বদরুল আলম মোল্লা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।

প্রায় ঘন্টাব্যাপী মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা শেষে সিটি মেয়র আইভী সাংবাদিকদের জানান, মার্কিন রাষ্ট্রদূতের সাথে এটা মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। নারীদের উন্নয়নে সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে।