আজ রাতেই মীর কাসেম আলীর ফাসি!

154

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর রায় কার্যকরের নির্বাহী আদেশ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

কারাগারের জেল সুপার নাসির উদ্দিন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল করিম রায় কার্যকরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ নিয়ে কারাগারে আসেন।

তবে কখন এই রায় কার্যকর করা হবে সে সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের।

শনিবার বিকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে গেছেন তার পরিবারের সদস্যরা। কারাগারে পৌঁছেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

এ ছাড়া ফাঁসির মঞ্চ ও জল্লাদরাও প্রস্তুত আছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

গত ৩০ আগস্ট সকালে মীর কাসেমের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।