র‌্যাবের অভিযাণে গুলিভর্তি পিস্তলসহ সন্ত্রাসী জাবেদসহ-৩ গ্রেপ্তার

34

গুলিভর্তি বেদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জাবেদ উদ্দিন সুজনকে তার দুই সহযোগিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১’র একটি দল।গ্রেফতার

র‌্যাব-১১’র সিপিসি-৩’র লক্ষীপুর ক্যাম্পের মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কাদিরপুর গ্রাম সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ৪ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় গুলিভর্তি ম্যাগাজিনসহ ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি দেশীয় ধারালো ছোরা এবং ০২ টি ধারালো চাপাতি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী জাবেদ ও তার দুই সহযোগি ইমাম উদ্দিন ইমাম ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।

জাবেদ কাদিরপুর গ্রামের মজিবুল হকের ছেলে ও একই গ্রামের নোনা মিয়ার ছেলে ইমাম এবং মৃত খোরশেদ আলমের ছেলে রাসেল।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনের একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।