জঙ্গিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে-আনোয়ার

64

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, নারায়ণগঞ্জকে জঙ্গি-মৌলবাদ ও সন্ত্রাস মুক্ত রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা বিরোধী অপশক্তি নারায়ণগঞ্জসহ দেশে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারবে না। তিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। গতকাল শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আনোয়ার হোসেন বলেন, এক সময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ উত্তর-দক্ষিন মেরুতে বিভক্ত ছিল। কিন্তু এখন আর তা নেই। জননেত্রী শেখ হাসিনার নিদের্শে আমরা দুই মেরু এখন এককাতারে এসে রাজনীতি করছি। এখন আর উত্তর-দক্ষিন মেরুর বিভক্তি নেই। তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে বিশ্বাস করে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিগত যে কোন সময়ের চেয়ে বেশী ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। সন্ত্রাসের রাজনীতি সম্পর্কে আনোয়ার হোসেন বলেন, আমি সন্ত্রাসী করিনা, আর কাউকে সন্ত্রাস করতে দিব না। প্রধানমন্ত্রী সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা ত্যাগের রাজনীতি শিখেছি, ভোগের রাজনীতি শিখিনি। তিনি নেতাকর্মীদেও ত্যাগের নয়, ভোগের রাজনীতি করার আহবান জানান। প্রধান বক্তার বক্তব্যে প্রজন্মলীগের কেন্দ্রীয় সভাপতি এড. আসাদুজ্জামান দূর্জয় বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সকর্ত থাকতে হবে। আমাদেও আন্দোলন স্বাধীনতা বিরোধী ও জঙ্গিবাদ-সন্ত্রাস বাদের বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর চেতনাকে বুকে ধারন করে সামনে এগিয়ে যেতে চাই। খালেদা জিয়াকে হুঁশিয়ারি করে দূজর্য় বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আর একবার যদি হত্যার চেষ্টা করা হয় তা হলে খালেদা জিয়াকে দাঁত ভাঙ্গ জবাব দেয়া হবে। তিনি বলেন, খালেদা জিয়া ও তার দোষররা কোমলমতি মেধাবী শিক্ষার্ধীদের বিপদগামী করে এদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ খালেদা জিয়ার স্বপ্ন পূরন হতে দিবে। তিনি জঙ্গিবাদ ও মৌলবাদেও বিরুদ্ধে সোচ্চার থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। মহানগর মুক্তযোদ্ধ প্রজন্মলীগের সভাপতি মাসুম আহমেদ সুমনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুল হাসান ভূইঁয়া, সাংগঠনিক সম্পাদক তাপস সরকার পাপ্পুম ঢাকা মহানগরের সভাপতি মনির হোসেন চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, মহারগর কমিটির নেতা ডা: কামরুল হাসান, মো: সোহেল, সেলিম মাদবর প্রমুখ। এসময় মাসুম আহমেদ সুমনকে সভাপতি, ইকবাল শেখকে সিনিয়র সহ-সভাপতি,রিয়াজ আহমেদ রিপনকে সাধারন সম্পাদক ও মোস্তাহিদ খানে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।