ঈদকে সামনে জাল টাকার চক্র ও চামড়া সন্ত্রাসীরা সক্রিয়

93
ঈদকে সামনে রেখে জেলায় অপরাধ বাড়ছে। মৌসুমী অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। তৎপরতা বৃদ্ধি পেয়েছে ছিনতাইকারী, জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টির সদস্যদের। ঈদকে ঘিরে জেলা জুড়ে এসব অপরাধীরা ছদ্ববেশ ধারন করে নানা অপরাধের সাথে জড়িয়ে পরেছে। এসব অপরাধের সাথে অনেক ভদ্রবেশী অপরাধীরাও রয়েছে। বেড়েছে পকেটমার ও ছিনতাইকারীদের তৎপরতাও। ঈদকে ঘিরে অপরাধীদের তৎপরাতায় শঙ্কিত হয়ে পরেছে সাধারন মানুষ। অন্যদিকে, ঈদকে ঘিওে মাদক ব্যবসায়ীরাও সক্রিয় রয়েছে। গুঞ্জন চলছে, ঈদের আগে মাদক মজুদ করার চেষ্টা করছে মাদক ব্যবসায়ীরা। তবে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় রয়েছে। পোশাকি ছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। সূত্র জানায়, ঈদুল আযহাকে সামনে রেখে জাল টাকা চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন কোরবানীর হাটকে ঘিরে চলছে তাদের তৎপরতা। এছাড়া বিভিন্ন বিপনী বিতানগুলোতেও এই চক্রটি সক্রিয় রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। ব্যস্ততম সময়গুলোকে চেছে নিয়ে এই চক্রের সদস্যরা তৎপরতা চালাচ্ছে। আর এসব কাজে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। কমিশন ভিত্তিতে এ ব্যাবসা হচ্ছে বলে একাধিক সূত্রে জানাগেছে। তবে এই চক্রকে সনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্যকরী পদক্ষেপ নেয়া জরুরী বলে মনে করনে সচেতন মহল। অন্যদিকে, ঈদুল আযহাকে সামনে রেখে বিভিন্ন পাড়া মহল্লা ভিত্তি মৌসুমী চামড়া ব্যবসায়ীরা তৎপর রয়েছে। এসব মৌসুমী চামাড়া ব্যবসার সাথে বেশরি ভাগই বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাডার ও সমর্থক থাকায় এ নিয়ে প্রতি বছরই ভীত থাকে কোরবানী তাদারা। এবারও একই অবস্থা বিরাজ করছে কোরবানী দাতাদের মধ্যে। বিড়ত দিনে চামাড়া ব্যবসা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের অভিজ্ঞা থেকেই নারায়ণগঞ্জবাসীর মধ্যে এ আতঙ্ক দেখা দিয়েছে। অপরদিকে, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেটগুলো পৃথক পৃথক ভাবে সক্রিয় হয়ে উঠে। ঈদের আগে অভিনব কৌশলে মাদকের বড় বড় চালান নিয়ে আসা হয় নারায়ণগঞ্জে। বিত দিনের ন্যায় এবারও মাদক ব্যবসায়ীদের মধ্যে প্রস্তুতি চলছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। তবে অপরাধীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিন্ন ভিন্ন কৌশলে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে পুলিশের একাধিক সূত্রে জানাগেছে। এ ব্যাপারে জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ঈদকে সামনে রেখে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ রয়েছে। তবে এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ আসেনি। জেলা পুলিশ তৎপর রয়েছে।