বক্তাবলী ইউপি সদস্য রাসেল এর বিরুদ্ধে ঘাটলা নির্মাণের লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

462

নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউপির নং ওয়ার্ড সদস্য মোঃরাসেল চৌধুরীর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে

বক্তাবলী ইউপির নং ওয়ার্ডের প্রায় ৫৪ জন ব্যক্তির স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,দুর্নীতি দমন কমিশন নারায়নগঞ্জ প্রেস ক্লাবে জমা দিয়েছে

অভিযোগপত্রে উল্লেখ্য যে,২০১২১৩ অর্থবছরের ইউপির রামনগর মধ্যপাড়া মনির মাদবরের বাড়ির খালের উপর সিড়িঁ ঘাটলা নির্মান প্রকল্পের রাজস্বখাতে ভাগ বরাদ্ধকৃত লাখ টাকা এবং ২০১৩১৪ অর্থবছরে রামনগর দক্ষিন পাড়া মৃত.জাফর হাজীর বাড়ির সামনে সিড়িঁ ঘাটলা নির্মান প্রকল্পের লাখ টাকা কোন প্রকার কাজ না করেই ভুয়া বিলের মাধ্যমে তা আত্মসাৎ করে রাসেল মেম্বার

উপরোক্ত বিষয়গুলো সরেজমিনে তদন্তপুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনে ওয়ার্ডবাসি উপরোক্ত প্রতিষ্ঠানের প্রতি আকুল আবেদন করেন

বিষয়ে ইউপির নং ওয়ার্ড মেম্বার রাসেল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,যে স্থানে সিড়িঁর ঘাটলা নির্মানের বরাদ্ধ এসেছে সেখানে জোরপূবর্ক রামনগরের মনির মাদবর সরকারী জমি দখল করে জনসাধারণের গোসল করার জায়গায় ফাউন্ডেশন করে টয়লেটের ট্যাংকি নির্মাণ করেছে। এবং রামনগর দক্ষিন পাড়া মৃত.জাফর হাজীর বাড়ির সামনে সিড়িঁ ঘাটলাটি বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় সর্ম্পূন্ন করতে পারিনি পরের বছর কানাইনগর থেকে ডিক্রিচর রাস্তাটি প্রসস্থ করার কারনে সরকারী বেকু দিয়ে সিড়িঁ ঘাটলাটি ভেঙ্গে রাস্তার জন্য মাটি কাটা হয়।এই জন্য আমি সিড়িঁ ঘাটলাটি করতে পারিনি। এই বিষয়টি শওকত চেয়ারম্যানকে জানানো হয়েছে। এবং প্রকল্পের জন্য যে পরিমান টাকা বরাদ্ধ হয়েছিল সেটার কাজ হয়নি বলে পুরো টাকাগুলো আমি শওকত আলী চেয়ারম্যানের কাছে বুঝিয়ে দিয়েছি