আল্লাহ তায়ালা যার ভাল চান তাকে দ্বীনের বুঝ দান করেন-ড.এনায়েতুল্লাহ আব্বাসী।

193

স্টাফ রির্পোটারঃ আল্লাহ তায়ালা যার ভাল চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আর আল্লাহ তায়ালা যাকে দ্বীনের বুঝ দান করেন সে ব্যক্তিই কেবল সফল এবং সৌভাগ্যবান। গত সোমবার বাদ আসর মারকাযু তাহরিকে খাতমিন নুবুওয়্যাত কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসায় তাখাছসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (ফতুয়া বিভাগ)উচ্চতর গবেষনা বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে অত্রমাদ্রাসার মহা পরিচালক শাইখুল হাদিস আল্লামা ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ াাব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব হুজুর একথা বলেন। তিনি আরো বলেন, ইলম ও ফিকহের অধিকারী গণই মুলত উলিল আমর আল্লাহ তায়ালা যাদেও আনুগত্যকে ওয়াজিব কওে দিয়েছেন। তাই তাকলীদ বা মাযহাব চতুষ্ঠের কোন একটি অনুসরন করাটাই কুরআন সুন্নাহ বর্হিভুত কোন কাজ নয়।ইফতা বিভাগের সবক অনুষ্ঠানে অধ্যয়নরত ছাত্রদেরকে তিনি ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা, মনোযোগ বিশেষ করে এখলাছ বা নিয়াত বিশুদ্ধ করার নসিহত করেন। উল্লেখ্য মক্তব থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত পরিচালিত প্রতিষ্ঠানটিতে ফতুয়া বিভাগ চালু  হওয়াতে ফিকহ ও ফতুয়ার উপর উচ্চতর গবেষনার দবআর উন্মুক্ত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মাঃ ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী,মাঃ মোশাররফহোসাইন,মাঃ বারাতুল ইসলাম এবং মাঃ ঞাফেজ আঃ হাফিজ প্রমুখ। অনুষ্ঠানশেষে পীর সাহেব জৈনপুরী হুজুর দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন।