কুরআনের জ্ঞানই চূড়ান্ত জ্ঞান-ড.এনায়েতুল্লাহ আব্বাসি পীর সাহেব জৈনপুরী

431
মানব জাতির হেদায়াতের জন্য দেড় হাজার বছর পূর্বে আল্লাহ তায়ালা কুরআনুল কারিম নাজিল করেছেন। যাতে গোটা মানব জাতীয় সকল সমস্যার সমাধান রয়েছে। আর কুরআন থেকে সকল সমস্যার সমাধান বাহির করতে পারে ইলম পিপাসু হক্কানী আলেম ওলামা। যাদের মানদন্ড হল ইলম। গত কাল ১৩ই অক্টোবর শাহ জালাল ও শাহ পরান (র) স্বরনে আয়োজিত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লক্ষিনারায়ন স্কুল মাঠে ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতী ড.এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি পীর সাহেব জৈনপুরী একথা বলেন।। ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে ইসলামি মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী এবং দেশ বরেন্য ওলামায়ে কেরাম। পীর সাহেব জৈনপুরী আরো বলেন,আল্লাহ তায়ালা হজরত আদম (আ) কে সৃষ্টি করে তাকে ইলমের মাধ্যমে শ্রেষ্টত্ব দ্বান করলেন।ফেরেস্তারা নূরের তৈরী তাদের সম্মান বেশী হওয়ার কথা ছিল কিন্তু মাটির তৈরী আদমকে শ্রেষ্টত্ব দেওয়া হয়েছে তার ইলমের কারনে। মানবজাতিকে যুগের সকল সমস্যার সমাধান নিতে হবে কুরআন হাদীস থেকে আর এর দ্বারাই তারা দুনিয়ায় শান্তি আর আখেরাতে মুক্তি পেতে পারে। আমরা আজ কুরআননের জ্ঞান থেকে বহু দূরে । তাই আজ আমাদের মধ্যে নানা মতভেদ যদি কুরআনের ইলম আমাদের হৃদয়ে বিস্তার করতে পারতাম তা হলে আমরা সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারতাম। ইলমটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনিতরাই অর্জন করতে পারে এই জন্য সহিহ নিয়ত ওই খলাসের পূর্নতা থাকাটা আবশ্যক।