দেওভোগে ১২’শ ইয়াবাসহ কথিত সাংবাদিকসহ তিনজন গ্রেপ্তার

24

শহরের দেওভোগ পাক্কা রোড এলাকা থেকে গতকাল মঙ্গলবার একজন কার্ডধারী কথিত সাংবাদিক সহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬শ পিছ ইয়াবা ট্যাবলেট। এছাড়া ওই সাংবাদিকের কাছ থেকে একটি মানবাধিকার সংস্থার কার্ডও পাওয়া গেছে। পুলিশ জানায় তাদেও স্বীকারোক্তি মতে আরো ৬’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পাক্কা রোডস্থ জুয়েল এর ভাড়া নেওয়া বাসার দোতলায় মাদক (ইয়াবা) বিক্রয়ের সময় হাতে নাতে ৩জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো মোঃ আলমগীর কবির (৪০), মোঃ জুয়েল (৩৮) ও মোঃ সেন্টু (৪০)। এ তিনজনের মধ্যে আলমগীর কবির নিজেকে স্থানীয় পত্রিকা ‘দৈনিক রুদ্র বার্তার’ রিপোর্টার এবং একটি মানবাধিকার সংস্থা ‘সিপিআরএস (কনজুমার অ্যান্ড প্যাসেঞ্জার রাইট প্রটেক্ট সোসইটি)’ এর সদস্য মর্মে উল্লেখ করেন এবং আইডি কার্ড উপস্থাপন করেন।