ওবায়দুল কা‌দেরের বক্তব্যে জাতি হতাশ : রিজভী আহমেদ

35

সঙ্কট সমাধা‌নে সংলাপ বা আ‌লোচনা নাকচ ক‌রে দি‌য়ে আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক ওবায়দুল কা‌দেরের বক্তব্য জা‌তি‌কে হতাশ ক‌রে‌ছে ব‌লে মন্তব্য করে‌ছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাড‌ভো‌কেট রুহুল ক‌বির রিজভী।

শুক্রবার বেলা সোয়া এগারটার দি‌কে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কাযাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এ কথা ব‌লেন।

রুহুল ক‌বির রিজভী ব‌লেন, আমরা আ‌গে থে‌কে জা‌নি ক্ষমতাসীনরা কেন আ‌লোচনায় বস‌তে চান না। শেখ হা‌সিনার অধী‌নে নির্বাচ‌নে গে‌লে কী হ‌বে তার উপ‌দেষ্টা এইচ টি ইমাম ব‌লে‌ছেন, নির্বাচ‌নের প্রস্তু‌তি গু‌ছি‌য়ে রে‌খে‌ছিলাম। অর্থাৎ ভোট যাই হোক ফলাফল শাসক দ‌লের প‌ক্ষে। শাসক দল ফের এ রকম এক‌টি নির্বাচন কর‌তে চায়। তাই তারা আ‌লোচনায় বস‌তে চান না।

তি‌নি ব‌লেন, শাসক দ‌লের অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মী‌দের দ্বারা নারী নির্যাতন রে‌ড়েই চল‌ছে। এ‌দের উপদ্র‌বে ছে‌লে‌মে‌য়েরা স্কু‌লে যে‌তে পা‌রে না। রাজধানীসহ সারা দে‌শে দিন‌দিন ক্ষমতাসীন‌দের নির্যাত‌নের ভয়াবহতা বাড়‌ছে। বিচা‌রের হাত অপরাধী‌দের দি‌কে প্রসা‌রিত হ‌চ্ছে না। কারণ তারা শাসক দ‌লের কর্মী। প্রধানমন্ত্রী একজন নারী হ‌য়েও কিভা‌বে নি‌শ্চুপ থা‌কেন তা জনগ‌ণের ম‌নে প্রশ্ন।

সংবাদ স‌ম্মেল‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন,‌ বিএন‌পির যুগ্ম-মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক অ্যাড‌ভো‌কেট মাসুদ আহ‌মেদ তালুকদার, তথ্য বিষয়ক সম্পাদক আ‌জিজুল বারী হেলাল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু,‌ বেলাল আহ‌মেদ প্রমুখ।