বক্তাবলীতে ১০টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম শুভ উদ্ভোধন করেন হাজী এম.শওকত আলী।

92

সরকার প্রদত্ত হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাউল বিতরনের কার্যক্রম সদর উপজেলার বক্তাবলী ইউপিতে শুরু হয়েছে। শুক্রবার সকালে ১০টায় বক্তাবলী বাজারে এ কার্যক্রম শুভ উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান হাজী এম.শওকত আলী।

এ সময় আরো উপস্থিত বক্তাবলী ইউপি মেম্বার আতাউর রহমান প্রধান,হাজী মো.ওমর ফারুক,মো.রাসেল চৌধুরী,আকিলউদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ইউপির ৯টি ওয়ার্ডের মো.রমজান বেপারী,রাকায়েত বেপারী ও মন্নাফ ৩জন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরের চাউল বক্তাবলীতে বিক্রি করা হবে।

এ সময় ইউপি চেয়ারম্যান হাজী এম.শওকত আলী ডিলারদের উদ্দেশ্যে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগুচ্ছেন। তার এ মহৎ উদ্দেশ্যেকে সফল করতে আমরা বদ্ধপরিকর। তিনি ডিলারদেরকে বলেন,কোনভাবেই যেন ১০টাকা কেজি দরের চাউল হতদরিদ্র বাদে অন্যকোন স্থানে বিক্রি না হয়। যদি কোন ডিলারদের বিরুদ্ধে এরুপ কোন অভিযোগ উঠে তাহলে তাদের ডিলারশিপ বাদ করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

১০টাকা কেজি দরের চাউল বিক্রির প্রথম দিনেই ইউপিতে ১৫০০ জন হতদরিদ্র চাউল সংগ্রহ করেন।