দূর্নীতির সাথে আপোষ করবো না: জেলা প্রশাসক

31

সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া বলেছেন, ‘দূর্নীতির সাথে কোন আপোষ করবো না। নারায়ণগঞ্জে কোন সরকারী কর্মকর্তা বা কর্মচারী যদি দূর্নীতি বা বিশৃঙ্খলা করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘সরকারি কোন কর্মচারী যদি বেতন কম বলে দূনীতি করে, তাহলে সেটা মিরজাফরী হবে। তাই সকলকে সাবধান করছি, কেউ দূর্নীতি ও বিশৃঙ্খলার সাথে জড়িত হবেন না।’

কর আদায়কারী সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কর আদায়ের কর্মকর্তাদের সকল পর্যায়ে মানুষের কাছে যেতে হবে। তাদের ঘরে ঘরে গিয়ে বুঝাতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে সরকারী কর্মকর্তাদের বিশাল দ্বায়িত্ব। দেশের মানুষের কল্যানে তাদের কাজ করতে হয়। আর বর্তমানে সরকার সকল সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন।’

আলোচনা সভা শেষে ফিতা কেটে, বেলুন এবং পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান।

কর অঞ্চল-নারায়ণগঞ্জ’র কর কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরী’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ-৫ সহধর্মীনি নাসরিন ওসমান, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, এফবিসিসিআই’র পরিচালক প্রবির কুমার সাহা, ব্যবসায়ী তারাপদ আর্চায্য সহ আরো অনেকে।