নাসিক নির্বাচনকে ঘিরে আ’লীগের ঐক্য নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে

52

অাব্দুর রহিমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে যে ঐক্যের ছোঁয়া লেগেছে তা ধরে রাখার দাবি তৃনমূলের। নির্বাচনকে সামনে রেখে যে ঐক্য গড়ে উঠেছে তা যেন নির্বাচনেই সীমাবদ্ধ না থাকে। আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীরা মনে করছেন, আওয়ামী লীগের ঐক্যের কারণেই নাসিক নির্বাচনে বিএনপিকে পরাজিত করে নৌকা বিপুল ভোটে জয়ী হয়েছে। এই ঐক্য ধরে রাখা গেলে বহুল প্রতিক্ষিত স্বপ্নের আধুনিক নারায়ণগঞ্জ গড়া এখন সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে প্রাণে চাচ্ছেন আওয়ামী লীগের এই ঐক্য অব্যাহত থাকুক। তবে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নীতিনির্ধারকরা ঐক্য ধরে রাখার ক্ষেত্রে কতটুকু অবদান রাখতে পারেন তা দেখার অপেক্ষায় রয়েছে দলের সাধারন নেতাকর্মীরা। রাজনীতিতে সংশ্লিষ্টরা বলছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঐক্য অটুট রাখতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ভূমিকাই এখন মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। নেতাদের সদিচ্ছাই এই ঐক্যকে অনেক দূর নিয়ে যাবে। এর ফলে নির্বাচনের আগে জণগনকে দেয়া প্রতিশ্রæতিগুলো বাস্তবায়ন সহজ হবে। রাজনৈতিক বোদ্ধা মহলের মতে, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে আলাপকালে জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীরে মনোনিত প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভীর জয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎফুল্ল। ফলাফল ঘোষাণার সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। বিএনপি প্রার্থী এড.শাখাওয়াত হোসেন খানকে বিপুল ভোটে পরাজিত করে আইভী আবারো মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে নতুন করে উৎসবের জোয়ার বাইছে। নির্বাচনের আগে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে বিভেদ,বিরোধ থাকলেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আইভীর সাথে সাংসদ শামীম ওসমানসহ জেলা,মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমঝোতার পর ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেষ অবদি এই ঐক্যই আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভীকে বিজয় এনে দিয়েছে। নির্বাচনের দু’দিন আগে জাতীয় পার্টির সমর্থন আইভীকে বিজয়ী হতে আরো বেশী অগ্রণী ভূমিকা রেখেছ। আইভীর এই বিজয়ের পেছনে ব্যাক্তি ইমেজ ও আওয়ামী লীগের ঐক্য দু’টি বিষয়ই মূখ্য ভূমিকা পালন করেছে। তবে নাসিক নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা ধরে রাখার বিষয়টি নির্বাচনের পর সামনে চলে এসেছে। আওয়ামী লীগের তৃনমূলের দাবি, নির্বাচনের পূর্বে দলে যে ঐক্য শুরু হয়েছে তা অব্যাহত রাখাতে হবে। এই ঐক্যই নারায়ণগঞ্জকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এছাড়া সাংসদ ও মেয়রের ঐক্য অটুট থাকলে নারায়ণগঞ্জের কাঙ্খিত উন্নয়ন এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক বোদ্ধা মহলের মতে, ক্ষমতাসীন দলের ঐক্য নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।