নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিরোধে ঘি ঢালছে কারা?

56

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে জেলা আওয়ামী লীগের মধ্যে ঐক্যের সুবাতাস বইতে শুরু করলে দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। তবে সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভীর মধ্যে বিরোধ মিটেছে এমন চাউর হলেও তাদের ঐক্য দৃশ্যমান হচ্ছে না। তবে তাদের মধ্যে কোন বিরোধ আছে এমনটাও এখন প্রতিয়মান হচ্ছে না। নেতাকর্মীরা শীর্ষ নেতাদের মধ্যে ঐক্য দেখে অনেকটা আশাবাদী হলেও এই ঐক্যের মাঝে আবারো বিরোধের সুর বেজে উঠেছে। শামীম-আইভীর মধ্যে বিরোধ মিটলেও নতুন করে বিরোধ দেখা দিয়েছে জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও জেলা পরিষদের চেয়াম্যান আনোয়ার হোসেনের মধ্যে। যিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতিও। এই দুই নেতার মধ্যে জেলা পরিষদ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। আর এই বিরোধ এখন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পরেছে। গড়ে উঠতে শুরু করেছে পৃথক পৃথক বলয়। তবে এই ঐক্যের মাঝে নতুন করে দেয়াল তৈরী হচ্ছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিরোধে ঘি ঢালছে কারা? এমন প্রশ্ন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। আওয়ামী লীগের রাজনীতিতে সংশ্লিষ্টদের মতে, দলের ভেতরে কিছু সুবিধাভোগী নেতা রয়েছে। যারা চাননা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে ঐক্য থাকুক। এসব নেতারা উভয় গ্রæপের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে বলেও তাদের অভিযোগ। তবে আওয়ামী লীগের ঐক্য বিনষ্টকারীদের এখনি চিহ্নিত করে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহন করা সময়ের দাবি বলে মনে করছেন বোদ্ধা মহল। সূত্রমতে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র আইভী ও নতুন করে জেলা পরিষদের চেয়াম্যান আনোয়ার হোসেনের পাশেও বেশ কিছু সুবিধাভোগী নেতার আর্ভিভাব ঘটেছে। যারা বরাবরই কোন না কোন পক্ষে কাছ থেকে সুবিধা নিয়ে নিজেরা লাভবান হচ্ছে। অনেক সময় এসব বিতর্কীতরা মেয়র, সাংসদ কিংবা জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নাম ব্যবহার করে নিজেরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। এখন নতুন করে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের পাশে অবস্থান নিতে শুরু করেছে আওয়ামী লীগের ঐক্যে ফাটল সৃষ্টিকারীদের একটি গ্রæপ এমন অভিযোগ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। এসব নেতারা ঘুরেফিরে কখনো আইভী,কখনো শামীম ওসমান আবার কখনো আনোয়ার হোসেনের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেরি নর্বাচনকে ঘিওে সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভীর মধ্যে বিরোধ কমে আসলেও নতুন করে জেলা আওয়ামী লীগের সভাপতি আ: হাই ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে বিরোধের সুর বেজে উঠেছে। জেলা পরিষদ নিয়ে এই দুই নেতার মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে তা রাজনৈতিক অঙ্গনে চাউর হলেও দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এটা মানতে নারাজ। তাদের মতে, এই দুই নেতার বিরোধ সৃষ্টির পেছনে আওয়ামী লীগের বেশ কিছু সুবিধাভোগী নেতার হাত রয়েছে। আওয়ামী লীগের রাজনীতিতে বিরোধ ধরে রাখতে মূলত এই চক্রটিই বরাবর সক্রিয় থেকে কাজ করে যাচ্ছে। তবে যারা আওয়ামী লীগের রাজনীতিতে বিরোধ সৃষ্টি করে সব সময় সুবিধা নিচ্ছে তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পরেছে বলে মনে করছেন বোদ্ধা মহল।