অবৈধ গ্যাস বৈধ করার দাবিতে ও গ্যাস বিচ্ছিন্নতার প্রতিবাদে বিক্ষোভ

33

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস বৈধ করার দাবিতে ও গ্যাস বিচ্ছিন্ন করার চেষ্টার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল, টায়ারে অগ্নিসংযোগ করেছেন। এসময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসা তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে। মঙ্গলবার বিকেলে উপজেলার বরপা এলাকায় ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে জোবি সোনারগাঁও জোন যাত্রামুড়া শাখার উপ-মহাব্যবস্থাপক ফয়জার রহমান, ব্যবস্থাপক মোমেন তালুকদার, সহ-প্রকৌশলী আসাদুজ্জামান আজাদের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগীতায় বরপা এলাকার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসেন।

এসময় বিতরণ লাইনের বাল্প থেকে গ্যাস বন্ধ করে দেয়া হলে পুরো এলাকাজুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের খবর ছড়িয়ে পড়ে। পরে পাড়া-মহল্লায় মাইকিং করে এলাকাবাসীকে জুরো হতে বলা হয়। এক পর্যায়ে শত শত নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়া করে। ধাওয়ায় অভিযানে আসা তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীরা হামলার আশঙ্কায় পালিয়ে যায়। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি অবৈধ গ্যাস বৈধ করে দেয়ার।

অবৈধ গ্যাস বৈধ করে দেয়ার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুদ্ধরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। পুলিশ প্রশাসন বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করেন।

পরে স্থানীয় পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম, রাসেল শিকদার ও রফিকুল ইসলাম মনিরসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্তনা দেন। এছাড়া অবৈধ গ্যাস বৈধ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করবেন বলে আশ^স্থ্য করলে বিক্ষুব্ধরা শান্ত হয়ে মহাসড়ক থেকে সড়ে যান।

এদিকে, ঘন্টা ব্যপী সড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার এলাকাজুরে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হন যাত্রীসাধারন থেকে শুরু করে বিভিন্ন মালবাহী যানবাহনের চালকরা।

এ বিষয়ে জোবিঅ সোনারগাঁও জোন যাত্রামুড়া শাখার ব্যবস্থাপক মোমেন তালুকদার বলেন, বরপা, মাসাবো, কর্ণগোপ, মৈকুলীসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে বিতরণ লাইন স্থাপন করে বাসাবাড়িতে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন এলাকাবাসী। এতে করে তিতাস গ্যাস কোম্পানি শত শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী তিতাস গ্যাস কর্তৃপক্ষের উপর হামলা চালানোর চেষ্টা চালায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।