ফতুল্লার বক্তাবলীতে ৩ ইট ভাটার জরিমানা ৩০ লাখ টাকা

465

ফতুল্লার বক্তাবলীতে ৩ টি ইট ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ফতুল্লার বক্তাবলী ইউনিউনের পূর্ব গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন সদর দফতরের ম্যাজিষ্ট্রেট মোসাদ্দেক মেহেদী ইমাম ও তার সহযোগিতায় জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম।

অর্থদন্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো-আওলাদ হোসেনের একতা ব্রির্কস, বদিউল আলমের নারায়ণগঞ্জ ব্রিকর্জ, আয়নাল মোল্লার আয়নাল ব্রির্কজকে ১০লাখ করে মোট ৩০লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ সনাতন পদ্ধতিতে ইটের ভাটা পরিচালনা এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ১০লক্ষ টাকা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময় ৩টি প্রতিষ্ঠানই সাথে সাথে জরিমানা পরিশোধ করেছে।