দেওয়ানবাগী পীর আইসিইউতে

111

নউমোনিয়ায় আক্রান্ত দেওয়ানবাগী পীরকে আইসিইউতে নেয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি অসুস্থ্য অবস্থায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউতে) নেওয়া হয়। হাসপাতালের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুল ইসলাম শুভ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ডা. নাজমুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।