রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে লাটিপেটা

23

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মাসুদ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে লাঠিপেটা করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার মাঝিনা সুতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের মা বাছিরুন বেগম জানান, একই এলাকার মনির হোসেনের সঙ্গে তাদের ধীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরেই মনির হোসেন, আলাউদ্দিন, লিয়াকত আলী, সজীব, সাইফুল, শফিকুলসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাছিরুন বেগমের বাড়িতে প্রবেশ করে ঘর-বাড়ি ভাংচুর করে। ভাংচুরে বাঁধা প্রদান করতে আসলে প্রতিপক্ষের লোকজন মাসুদকে লাঠিপেটা করে আহত করে। এক পর্যায়ে কোদাল দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।