রূপগঞ্জে স্কুল শিক্ষিকাকে অপহরনের অভিযোগ

114

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমেনা আক্তার বিউটি (৩২) নামে এক স্কুল শিক্ষিকাকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতের ভাই মঞ্জুরুল হক বাদল জানান, তার বোন আমেনা আক্তার বিউটি স্থানীয় ভারত চন্দ্র কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করেন। একই এলাকার সুমন চন্দ্র দাস দীর্ঘ ধরে আমেনা আক্তার বিউটিকে স্কুলে আসা যাওয়ার সময় প্রেমের কুপ্রস্তাব দিয়ে আসছিলো। সুমন চন্দ্র দাসের প্রস্তাবে রাজি না হলে আমেনা আক্তার বিউটিকে উঠিয়ে নিয়ে যাবে বলে ভয়ভীতি প্রদান করে আসছিলো। প্রতিদিনের ন্যায় আমেনা আক্তার বিউটি স্কুল থেকে বাসায় আসার পথে সুমন চন্দ্র দাস ও তার সহযোগী মিরার চন্দ্র দাস, খোকন চন্দ্র দাস, কাতির্ক চন্দ্র দাস অজ্ঞাত ৪/৫ জন তার বোন আমেনা আক্তার বিউটিকে একটি মাইক্রো বাসে করে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে জানায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।