সোনারগাঁয়ে ১০ ভুয়া ডিবি পুলিশ আটক

77

সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে ১০ ভুয়া পুলিশ (ডিবি) আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার দুপুরে ৬৫ লাখ টাকা ছিনতাই করবে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মো: আ: হক শিকদারের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা লিজা পাম্পের সামনে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করাকালে তাদেরকে আটক করা হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
আটককৃতরা হলেন, ভোলা জেলা ও থানার তালুকদারচর এলাকার খালেক ব্যাপারীর ছেলে নূর ইসলাম (৩২), মানিকগঞ্জ জেলা ও থানার জয়বা এলাকা নুরুল ইসলামের ছেলে নুরুজ্জামান ওরফে মোক্তার (৪৫), কুমিল্লা জেলার মুরাদনগর থানার কামেলা এলাকার মোতালেব মিয়ার ছেলে কুদ্দুছ (৩০), নওগাঁ জেলার বদরগাছী থানার বালু ভরা এলাকার আব্দুল জলিলের ছেলে হেলাল (৩৬), গোপালগঞ্জ জেলার কোঠালিপাড়া থানার টাপুরিয়া এলাকার মৃত শেক মোশারফ হোসেনের ছেলে শেখ মোজাম্মেল হোসেন (৪৪), পাবনা জেলার বেড়া থানার বিজয়গঞ্জ এলাকার মৃত আ: মজিদের মনির হোসেন (৩৬), ফেনী জেলার সোনাগাজী থানার চরদবেশ এলাকার মৃত মজিবর রহমানের ছেলে এনামুল হক (৪০), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার দেহকোলা এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে মাসুদ করিম (৩২) ও টাংগাইল জেলা ও থানার বাতকুড়া এলাকার মৃত আ: রশিদ খানের ছেলে মিঠু খান (৫০)।
এসময় তাদের কাছ থেকে পুলিশ ও সাংবাদিক লেখা দুটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-২৫-৯০৬৮ ও ঢাকা মেট্টো চ-১১-৪৭৮৬), এক জোড়া হ্যান্ডকাপ, ‘ডিবি পুলিশ’ লেখা ৩টি পোশাক, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি, একটি ওয়াকিটকি ও একাধিক ভুয়া ওয়ারেন্ট উদ্ধার করা হয়।
এছাড়াও মিঠু খান নামে ‘ইত্তেফাক’ এর ভুয়া আইডি কার্ড ও হেলাল হোসেন নামে হিউম্যান রাইটসের একটি আইডি কার্ড উদ্ধার করা হয়।