স্টাফ রিপোর্টার: বন্দরের হরিপুর এলাকার নাজিরগঞ্জ মহল্লার নারী-পুরুষরা রাস্তা ও ড্রেনের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছে। বুধবার সকাল ১১ টায় তারা মহল্লায় বেরিয়ে এসে বিক্ষোভ করে।
মহল্লাবাসী জানান, নির্বাচনের আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হরিপুরের নাজিরগঞ্জ মহল্লায় ড্রেন নির্মাণের জন্য মুরাদপুর প্যাকেজের সাথে ৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্ধ দেয়। ড্রেন নির্মাণ ঠিকাদার হরীপুরে ৫শ’ মিটার ড্রেনের পরিবর্তে মাত্র ২শ’ মিটারের মতো ড্রেন নির্মাণ করে কাজ বন্ধ করে দেয়। নাজিরগঞ্জ মহল্লায় ড্রেন না থাকায় সামন্য বৃষ্টিতে এলাকাবাসী কৃতিম জলাবদ্ধতার শিকার হন। এ মহল্লাবাসী প্রধান রাস্তায় বের হওয়ার মতো কোন রাস্তা নেই। কেউ মারা গেলে লাশও বের করার রাস্তা নেই। ড্রেনটি নির্মাণ হলে পয়নিস্কাশনসহ মানুষের যাতায়তের রাস্তা হবে। বর্তমানে বাহাউদ্দিন ভূইয়ার বাড়ি হতে আমিনুল ভূইয়ার বাড়ির পাশ দিয়ে আবুল মিয়ার বাড়ি সংলগ্ন দিয়ে সোজা অক্ষনদী খাল পর্যন্ত ড্রেন নির্মাণ হলে এ মহল্লাবাসীর সমস্য সমাধান হবে বলে তারা দাবি করে। এ মহল্লার প্রায় ২ শতাধিক পরিবার রাস্তা ও ড্রেন না থাকায় মানবেতর জীবন যাপন করছেন। তাই তারা সিটি করপোরেশনের মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যপারে ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনের আগেই এ মহল্লার ড্রেন নির্মাণের বরাদ্ধ সিটি করপোরেশন দেয়। বাহাউদ্দিন ভূইয়ার বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ হলে আমিনুল ও বজলুর রহমানের বাড়ির সীমানা নিয়ে বিরোধের কারণে কাজ এগোতে পারেনি।
এ ব্যপারে আমিনুল ইসলাম জানান, বাড়ির সীমানা বিরোধ মিটে গেলেও ড্রেন নির্মাণ ঠিকাদার জাকির কনস্ট্রাকশন কর্তৃপক্ষকে বার বার বললেও তারা কাজ ধরেনি। এ ব্যপারে বর্তমান কাউন্সিলর কামরুজ্জামান বাবুল জানান, আমার জানা মতে সিটি করপোরেশনের দেয়া বরাদ্ধ পর্যন্ত কাজ হয়েছে। নাজিরগঞ্জ মহল্লার ভিতর দিয়ে ড্রেন ও রাস্তা নির্মাণের প্রজেক্ট তৈরী করা হচ্ছে তা শিগ্রই জমা দেয়া হবে।