জেলা বিএনপির নতুন কমিটি ভালো করবে- অনু

70

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজার উপজেলা বিএনপির বারবার কারা নির্যাতিত নেতা ও সাবেক বিআরডি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু বলেছেন, জেলা বিএনপির অতীতের যে সময়ের কমিটি থেকে নবর্গঠিত কমিটি ভালো করতে পারে। বর্তমান সময়ে এমন একটি কমিটিই বিএনপির তৃণমুল নেতাকর্মীদের প্রত্যাশা ছিল বলে তিনি দাবী করেন। আজ (শনিবার) জেলা বিএনপির নবর্গঠিত কমিটির প্রথম আলোচনা সভায় নেতাদের একমঞ্চে দেখে থানা শাখা বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঙ্গাভাব দেখা দিয়েছে। এটি বিএনপির ঘুরে দাঁড়ানো শুভ ইঙ্গিত বহন করে। বিশেষ করে জেলা নেতাদের দক্ষ তৎপরতায় এবং শক্তিশালী নেতৃত্বের প্রতিআস্থা জ্ঞাপন করেছেন। অনু আরো বলেন, আমিসহ আড়াইহাজার থানা বিএনপির নেতাকর্মীরা উৎসাহের সাথে দলের জন্য কাজ করে যাব। জেলা বিএনপির সভাপতি কাজী মো: মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদ যেভাবে নির্দেশ দিবেন; আমরা সেভাবেই দলের জন্য কাজ করব। তাদের নেতৃত্ব ও সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। শনিবার বিকালে আড়াইহাজার পৌরসভায় অবস্থিত আশিক সুপার মাকের্টে এক আলোচনায় সভায় অনু এসব কথা বলেন। এসয়ম জেলা বিএনপির কমিটির নেত্রীবৃন্দকে সহযোগিতার ঘোষণা দেয়াসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।