আড়াইহাজারে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা

26

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার প্রধান শিক্ষক শাজাহানের ওপর হামলার ঘটনায় রোববার মামলা হয়েছে। আহত শিক্ষকের ছেলে বাদী রোববার মামলাটি দায়ের করেন। মামলায় নগরডৌকাদি গ্রামের সমিরউদ্দিনের ছেলে দেলোয়ারের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

প্রসঙ্গত, শনিবার ৬০নং পাঠানেরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে পাশ্ববর্তী টিউবওয়েল থেকে পানি আনতে বলেন। কিন্তু ওই ছাত্রী পানি আনতে অপারগতা প্রকাশ করে। পরে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক তাকে চড়থাপ্পর মারেন। ঘটনাটি ছাত্রী তার চাচা দেলোয়ারকে অবহিত করেন। পরে দেলোয়ার ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত আরও কয়েক জনকে নিয়ে প্রধান শিক্ষককে লোহার পাইপ দিয়ে বেধরক মারপিট করেন। এতে তার বাম হাত ভেঙে যায়। আশঙ্ক জনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকার শ্যামলী শেফা ক্লিনিকে ভর্তি করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ মো: মান্নান সরকার জানান, প্রধান শিক্ষকের বাম হাতটি ভেঙে ফেলা হয়েছে। তিনি দোষিদের দ্রæত গ্রেফতারের দাবী জানিয়েছেন। আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন জানান, মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।