জেলা যুবদলের মিছিলে পুলিশের বাধা

69

শহর প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আর্ট কলেজের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ডিআইটিস্থ আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেনসহ অন্তত ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ জেলা যুবদলের ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ও জেলা যুবদলের নেতা মোঃ রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহআলম মুকুল, সাদেকুর রহমান, শহীদুল ইসলাম টিটু, জাকির হোসেন বাবুল, জুয়েল আহমেদ, মাসুদুর রহমান, নুরে ইয়াসিন নভেল, ইসমাইল খাঁন, আতাউর রহমান, মোঃ আঃ কাইউম প্রধান,  সালাউদ্দিন মোল্লা, শহীদুর রহমান স্বপন, মোঃ স্বপন চৌধুরী, জাহের আলী, মোঃ দুলাল, জুম্মন সরকার, মোঃ ইকবাল হোসেন, মোঃ আলমগীর, মোঃ লাভলু, মোঃ সাইফুল, মোঃ মনির হোসেন প্রমুখ।