শীতলক্ষ্যা সেতু নির্মাণে বিনিময় সভা

97

বন্দর প্রতিনিধি
এনভায়রনমেন্টাল ইমপেক্ট এসেসম্যান্ট(ইআইএ)এর আওতায় ‘‘৪র্থ শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরিবেশগত প্রভাব নিরূপন’’ শীর্ষক মত বিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১টায় নবীগঞ্জস্থ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশোনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাপানী সংস্থা ইউকিউএম কনসাল্টিং লিমিটেডের আয়োজনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। সভায় অংশ নেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন,ইউকিউএমএস’র কনসালটেনন্ট জাপানী পরিবেশবিদ মিষ্টার জিরো ইগুচি,একই সংস্থার কনসালটেন্ট কাজী ফরহাদ ইকবাল,সিজেপি’র কনসালটেন্ট তথা পরিবেশবিদ ড.নাহিদ আমিন ও এ্যাসিস্টেন্ট কন্সালট্যান্ট আশীস ধর। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আফসার কমিশনার,মোঃ আবদুল মতিন, মোঃ জবরুল,মোঃ আলতু,মোঃ মাসুদ,মোঃ জাকির, মোঃ কালুন, ফরিন,মোঃ পাপ্পু, কে সফল,কাউন্সি হাজী মোঃ লিয়াকত আলী,পীর মোহাম্মদ পীরু হাবিবুর রহমান বাবুল,মোঃ রূপ মিয়া ভাষানী,হাজী নূরুল ইসলাম,মোঃ নজরুল ইসলাম খাদেম,হাজী মোঃ খোকা,মাহাবুব সিকদার মোঃ জাকির হোসেন,মোঃ মাহাবুব হোসেন মোঃ আনোয়ার হোসেন, প্রমুখ। সভাপতির বক্তব্যে আফজাল হোসেন বলেন, চতুর্থ শীতলক্ষ্যা সেতু নির্মান নবীগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন। প্রয়াত জননেতা সাবেক সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানও এই ব্রীজ নিয়ে আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছিলেন। জননেতা আলহাজ¦ নাসিম ওসমানের স্বপ্নের বাস্তবায়নই হবে এই শীতলক্ষ্যা সেতু।