ইসলামের মধ্যে জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের কোন স্থান নেই-শুক্কুর মাহামুদ

58

বন্দর প্রতিনিধি
জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ বলেছেন, ইসলাম হলো একটি শান্তির ধর্ম। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন করছে কিন্তু এর জন্য দায়ী আমরা নিজেরাই। গত বৃহস্পতিবার রাত ১০ টায় শাহ সিরাজ জামে মসজিদ সংলগ্ন পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে ‘‘হিলফুল ফুযুল’’ শান্তি’র সংঘের আয়োজিত ৩ বার্ষিক আজিমুশ্বান হামদ ও নাতে রাসূল (সাঃ) মাহফিলে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্কুর মাহামুদ আরো বলেন, ইসলামের মধ্যে জঙ্গীবাদ, সন্ত্রাসীদের কোন স্থান নেই। মানুষ খুন করা কোন ইসলামের মধ্যে পড়ে না। যারা ইসলামের নাম করে এ ধরনের কাজ করে থাকে তাদের উপর যেন আল্লাহ গজব নাযিল করে। আজকে ইসলামকে বিভিন্নভাবে কলংকিত করে এবং বিভক্তি করে যারা তারা মুসলমানদের শক্রু মনে করি আমি। শুক্কুর মাহামুদ আরো বলেন, আমরা এখানে যারা আজকে সমবেত হয়েছি কেউ অর্থ সম্পদের বরাই করে থাকি, কেউ অহংকার করি এবং মানুষকে খাট করে দেখি। সারা বিশে^র মুসলিমরা আজকে কলংকিত, আমরা বিভিন্নভাবে আক্রান্ত। যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদের উপর আল্লাহ যেন গজব নাযিল করেন আল্লাহর কাছে এখান থেকে এই দোয়া করবো। শুক্কুর মাহামুদ আরো বলেন, আজকে এই নাতে মাহফিলের সাথে শুরু থেকে জরিত ছিলো তাকে মিথ্যে মামলা দিয়ে এখানে আসতে দেয়নি। তাদেরকে আমি ঘৃনা করে থাকি। আল্লাহর কাছে দোয়া করবেন হিলফুল ফুযুল শান্তির সংঘের সদস্যদের জন্য তারা যেন আগামীতে আরো বিরাট অবস্থান নিয়ে স্থায়ীভাবে নারায়ণগঞ্জসহ বন্দরবাসীকে সমবেত করতে পারে করে এজন্য কাজ করে যাবো। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রানবন্ধু পরিষদের সহ-সভাপতি শরীফ হাসান চিশতী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক ভোরের কথা’র সম্পাদক মোঃ আরিফজ্জামান আরিফ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন আল-আযহার বিশ^বিদ্যালয় মিশর অধ্যয়ণরত আলহাজ¦ আব্দুল মোস্তফা রাহিম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শাহ-সিরাজ জামে মসজিদের সহ-সভাপতি মফিজ দেওয়ান, মোহাম্মদ কাজল খাঁন,মোহাম্মদ সোহরাব খাঁন। নাতে রাসূল(সা:) পরিবেশন করেন আল হাস্সান ইসলামিক সাংস্কৃতিক ফোরামের মহাসচিব শায়ের মোহাম্মদ জয়নাল আবেদীন আল-কাদেরী- চট্রগ্রাম,আ’লা হযরত ইসলামিক সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি শায়ের শেখ মোহাম্মদ হোসাইন রেজা কাদেরী-চট্রগ্রাম, হাফেজ শায়ের মোহাম্মদ রফিকুল ইসলাম আল-কাদেরী-নারায়ণগঞ্জ। উক্ত নাতে রাসূল (সা:) মাহফিলে আখেরী মুনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সাকিন আলী জামে মসজিদ’র খতিব আলহাজ¦ মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ আল-কাদেরী। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি মো: রাকিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মো: শরীফুল ইসলাম, সাধারন সম্পাদক আরিয়ান শান্ত, সাংগঠনিক সম্পাদক মাহতাব হোসেন, অর্থ সম্পাদক আহসান হাবিব, অনিক পাঠান, জয়নাল আশরাফি, মোহাম্মদ রনি, জাহিদুল ইসলাম, আনিছ, প্রান্ত প্রমূখ।