না’গঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদককে আড়াইহাজার থানা ওলামাদলের সংধ্বর্না

58

স্টাফ রিপোর্টার
শুক্রবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদককে আড়াইহাজার থানা ওলামাদলের নেতাকর্মীরা সংধ্বর্না দিয়েছেন। এসময় ফুলের তোলা দিয়ে জেলা নবগঠিত সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে ওলামাদলের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা ওলামাদলের সাধারণ সম্পাদক মাও. মো: শাহজালাল মিয়া, আড়াইহাজার পৌরসভা ওলামাদলের সভাপতি মাও. ডাক্তার মো: খোরশেদ আলম, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি এম এ মতিন ভূঁইয়া, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন অনু। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আগামী মে মাস থেকে জেলার থানা কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে। এর আগে জেলা কমিটি পূণাঙ্গ করব।  জেলা ওলামাদলের সভাপতি বেনু মিয়ার সঙ্গে জেলা বিএনপির নবগঠিত কমিটির দুরুত্ব রয়েছে। দুরুত্ব আমাদের কমিয়ে আনতে হবে। বিএনপির বৃহত্তম স্বার্থে এই মুহুর্তে ঐক্যদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় তিনি উপস্থিত আড়াইহাজার থানা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের পদ-পদবী দাবীতে সোর্চ্চার থাকেন। দলের জন্য নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা হিসাবে অনুকে জেলা কমিটিতে রাখার আশ্বাস দেন। তবে দলীয় বিভিন্ন কার্যক্রমে শতভাগ উপস্থিত থাকার চেষ্টা করতে হবে। থানা পর্যায়ের প্রতিটি সংগঠনই নতুন করে গঠন করা হবে। ত্যাগী, সাহসী ও গ্রহণযোগ্য নেতাদের সম্মনয়ে কর্মী বান্ধব কমিটি ঘোষণা দেয়া হবে। কারোর ভিতরে কোনো “ইগু” সমস্যা রাখবেন না। কোনো প্রকার ইগু নিয়ে একসাথে কাজ করা যায় না। এসময় মামুন মাহমুদ ধৈয্যসহকারে নেতাকর্মীদের নানা অভিযোগ ও আক্ষেপের কথা শোনেন। অভিযোগ ও দাবীদাওয়া পূরণ করার আশ্বাস দেন। আড়াইহাজার বিএনপির নেতা আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জের মধ্যে নানা কারণে আড়াইহাজারের আসনটি গুরুত্বপূর্ণ। এখানকার সফলতা ও ব্যর্থতা পুরো জেলার বিএনপির রাজনীতিকে প্রভাবিত করবে। তিনি বলেন, বিএনপির হাজা হাজার নেতাকর্মী হামলা, মামলার শিকার। তাদের সাহস দেয়ার মতো কেউ নেই। এসময় উপস্থিত ছিলেন হাইজাদী ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাও. মাছুম বিল্লাহ, খাগকান্দা ইউনিয়ন ওলামাদলের সাংগঠনিক সম্পাদক আবু বকরছিদ্দিক একই ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাও. মো: ফয়সাল আহম্মেদ প্রমুখ। তবে এসময় ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগের তীর ছিল সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর ও থানা বিএনপির সভাপতি খসরু’র দিকে।