মাদকের বিরুদ্ধেই আমার অবস্থান-যুবদল নেতা মুসলিম

76

গত ১২ মার্চ নারায়ণগঞ্জের বেশ ক’টি পত্রিকায় মাদক ব্যবসায়ীদের নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের মাদক ব্যবসায়ীদের সাথে আমার ছবি দিয়ে আমাকেও মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যা দেয়া হয়। আমি এই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। বর্তমানে আমি মুসলিম আহমেদ ফতুল্লা ইউনিয়ন যুবদলের সংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। তবে রাজনীতিতে সক্রিয় থাকিলেও মাদক ব্যবসার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। একটি কুচক্রি মহল আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় করতেই সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে মাদক ব্যবসায়ীদের সাথে আমার নাম ও ছবি দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি বরাবরই মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেয়ায় আমাকেই মাদক ব্যবসায়ী বানানোর চেষ্টা হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ইং সাল থেকে মাদক বিরোধী অবস্থান নিয়ে এবং এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রকাশ্যে মিছিল মিটিং করে খোঁজপাড়া এলাকাকে মাদকের ভয়াবহতার হাত থেকে রক্ষা করে আসছি। এছাড়া ২০০৮ইং সালে আমাদের সামাজিক সংগঠন দাপা নিরক্ষতা দূরিকরণ সংস্থার উদ্যোগে আমারা এলাকা থেকে মাদক ব্যবসা বন্ধ করতে উদ্যোগ নেই এবং বেশ কিছু মাদক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীরে হাতে তুলে দেই। যা তৎকালীন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করে। এছাড়া ওইসময় আমারা ফতুল্লা মডেল থানার তৎকালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূইঁয়া মাহবুব হাসান ও সেকেন্ড অফিসার বদরুল আলম খানের উপস্থিতিতে বেশ কিছু মাদক বিরোধী সভা করি। ওইসভায় এলাকার সর্বমহল অংশ গ্রহন করে এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। আমি ২০০১ সাল থেকে মাদক,চাঁদাবাজ,সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি। আর সে থেকেই আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। আমি এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।