বাবলার বিরুদ্ধে মামলা-ঢাকা হেডলাইন্স এর প্রতিবাদ

78

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সদস্য, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও দৈনিক যুগের চিন্তার প্রকাশক ও সম্পাদক মোরছালীন বাবলার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্টে) ৫৭ ধারায় মামলা দায়েরে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা হেডলাইন্স পরিবার। ঢাকা হেডলাইন্স পরিবারের পক্ষে সম্পাদক এ আর জাকির হোসেন ও চীফ রিপোর্টার মোঃ খোকন প্রধান উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের নামে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের মাধ্যমে আইনটির অপপ্রয়োগ হচ্ছে। মামলা দায়েরের পূর্বে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করার বিধান রয়েছে। ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ সভাপতি মীর সোহেল আলী প্রকাশিত সংবাদটির কোনো প্রতিবাদ না দিয়ে ফতুল্লা মডেল থানায় সরাসরি মামলা দায়ের করেন,  যেটি সাংবাদিক সমাজের কাছে গ্রহনযোগ্য নয়। আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় এ ধরনের মামলা দায়ের রাজনীতিবিদ ও সাংবাদিকদের মধ্যে আস্হার সংকট তৈরী করবে, যেটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ক্ষতিকর। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য মীর সোহেল আলীকে অনুরোধ জ্ঞাপন এবং সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে এ ধরনের মামলা গ্রহন করার আগে তদন্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো। আমরা মনে করি, সংবাদ পরিবেশনের কারনে ক্ষুব্দ হয়ে ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ সভাপতি মীর সোহেল আলী একজন পেশাদার সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে যেভাবে হয়রানি করছেন তা স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী। নারায়নগঞ্জের সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের নাজেহাল করার জন্য একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা করছে যা নিন্দনীয় অপরাধ। আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বাতিলের দাবী জানাই এবং এ বিষয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রসঙ্গতঃ গত ২২ মার্চ নারায়নগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় ফতুল্লা থানা  যুবলীগ সভাপতি মীর সোহেল আলীর দূর্নীতি নিয়ে “সরকারী চাল যুবলীগ নেতার গরুর পেটে ‘শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ২৫ মার্চ ওই রাজনৈতিক নেতা বাদী হয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোরছালীন বাবলার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন ফতুল্লা মডেল থানায়,  যার নম্বর (৮৫)।