সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের কয়েকজন মেম্বারসহ বিভিন্ন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে। নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকায় সাংসদ খোকার রাজনৈতিক কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সাংসদ খোকা জাপায় যোগদানকারীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমরান ভ‚ঁইয়ার উদ্যোগে জাপায় নবযোগদানকারীদের মধ্যে রয়েছেন- জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সানাউল্লাহ, সাবেক মেম্বার আবু সিদ্দিক ভ‚ঁইয়া, জামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনী, মুক্তিযোদ্ধা ওবায়দুল ভ‚ঁইয়া, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, হারুনুর রশিদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আবু সিদ্দিক, ইমান আলী, আক্তার হোসেন, নূর আলম, ফারজানা আক্তার প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সমন্বয় কমিটির সদস্য মেরাজুল ইসলাম ভ‚ঁইয়া রিপন, জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার জাপা নেতা সগির হোসেন গেলমান, ৪নং ওয়ার্ডের মেম্বার জাপা নেতা আলীজান, ৬নং ওয়ার্ডের মেম্বার জাপা নেতা ইব্রাহীম, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহŸায়ক আবুল হাশেম, যুগ্ম আহŸায়ক আলী আকবর, উপজেলা যুব সংহতি নেতা কাজী নাজমুল ইসলাম লিটু, সোহেল মুন্সী ও ওয়াহিদসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।