ফতুল্লার তল্লায় জার্মান প্রবাসী ইকবালের বাড়িতে নারী নিয়ে ফূর্তি, আটক ১০, প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান

137

ফতুল্লার তল্লা থেকে মদ্যপ অবস্থায় নারী নিয়ে ফূর্তির করার সময় ১০ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হৃদয় (২৫), রফিকুল হাসান (২৮), রায়হান (২৫), রহিম (২০), মোঃ মিজান (২৪), মোস্তাক (২৭), তুষার (২২), সালাম (২৩), কামরুল (২৫) ও রাসেল (২৯)। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।  শনিবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার দুপুরে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম ও মিজানুর রহমানের নেতৃত্বে তাদের একটি দল ফতুল্লা তল্লা এলাকায় জার্মান প্রবাসী ইকবালের বাড়ি থেকে নারী নিয়ে ফূর্তি করার সময় মদ্যপ অবস্থায় জার্মান প্রবাসী ইকবালের আপন ভাতিজা হৃদয়সহ ১০ জনকে আটক করে। এরপর তাদের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।