হোয়াইট হাউসের প্রেস কোরে বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

204

ডেস্ক নিউজ

হোয়াইট হাউসের প্রেস কোরে বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউসের প্রেস কোরে জায়গা করে নিলেন জাস্টনিউজ সম্পাদক ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী। খন্ডকালীন সময়ের জন্য তিনি এই ক্রেডেনশিয়াল লাভ করেন। এসময়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচিসহ নিয়মিত ব্রিফিংএ অংশ নিয়ে হোয়াইট হাউস কভার করবেন। গত ২০১৫ সালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন হোয়াইট হাউস করলে তার মিডিয়া টিমের সংযুক্ত ছিলেন মুশফিকুল। বাংলাদেশের গনতন্ত্র, মুক্ত গণমাধ্যম, মানবাধিকার, আর্থসামাজিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিসরে জোরালো ভূমিকা রেখে চলেছেন বাংলাদেশী এই সাংবাদিক। সম্প্রতি এনটিভিতে প্রচার হওয়া কূটনীতিকদের অংশগ্রহনে ‘হ্যালো এক্সিলেন্সি’ অনুষ্ঠান ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে। দ্য টাইমস ও সানডে টাইমস, দৈনিক ইত্তেফাক, ইউএনবিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা সময়ে দায়িত্ব পালন করা এই সাংবাদিক ২০০১-৬ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহকারি প্রেসসচিব হিসাবেও নিয়োজিত ছিলেন।