ধানখালী টেকনিক্যাল কলেজে নবীন বরন অনুষ্ঠিত

84

 

এ, আর, কুতুবে আলমঃ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী টেকনিক্যালএন্ড বিএম কলেজের উদ্যোগে গতকাল জাতীয় শোক দিবস পালন ও একাদশ শ্রেনির ছাত্র ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ধানখালী ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি এস,এম,সহিদুল আলম ছোমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.বি.এম সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়া খালী জেলা পরিষদ সদস্য মো. মোশাররফ হোসেন মৃধা। কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর মো. আলমগীর হোসেন মৃধা। সার্বিক তত্তাবধানে ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ মাহমুদা খানম । অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক আমিরুল ইসলাম, লিটন দে, শরিফুল ইসলাম, সাইদুর রহমান, হুমায়ুন কবির, মো. হারুন মৃধা, র্মোশেদা আক্তার, বেবী আক্তার, রাকিবুলইসলাম (খোকন),আফসারউদ্দিন, দুলাল । এছাড়া স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না ।্ আর বাংলাদেশ স্বাধীন না হলে আমরা আমাদের নিজস্ব সারভৌমত্ব পেতাম না। আমাদের প্রিয় নেতা দেশ প্রেমিক তুখোর সাহসী নেতা কে এই আগষ্ট মাসের ১৫ তারিখ ঘাতকরা তার স্ব পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করেছে। আমরা এই খুনিদের বিচার দাবী করছি যারা পালিয়ে বিদেশ আছে । বঙ্গবন্ধুই আমাদের লাল সবুজের পতাকাটি ছিনিয়ে আনতে মুক্তি যোদ্ধাদের সাহস দিয়েছেন। তিনি জেল খেটেছে মার খেয়েছেন এই বাংলা দেশ নামের নতুন সূর্যাদয়ের দেশটি স্বাধীন করতে। আজ াামরা তার ওতার পরিবারের রুহে মাগফিরাত কামনা করছি।বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু সবার নেতা । তাকে সাড়া বিশ্ববাসী সম্মান করতেন এবং জানতেন। আজ আমাদের দেশ অনেক উন্নয়নের দিকে ছুটে চলছে। আমরা দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্য খুলে দেয়ার লক্ষে প্রধান মন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করি। যেন সে আমাদের দেশটিকে অতি তাড়াতাড়ি মধ্যম আয়ের দেশ হিসেবে নিয়ে যেতে পারেন।এসময় বক্তারা আরো বলেন, এই কলেজটি ফলাফল সবসমই ভালো হয়। এখান থেকে ভালো ফলাফল করে ঢাকা বিশ্ব াবদ্যালয়েসহ দেশের বড় বড় কলেজে পড়াশুনা করছে। তোমরা যারা আজ নতুন ভর্তি হয়েছো । তোমরাও আগের ভাইদের মতো সামনে অগ্রসর হবে। মাদককে না বলবে। মা বাবা ও শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করবে।
মিলাদ শেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয় বলে সূত্রে জানাযায়।