আল হায়াত এভিয়েশন হজ্ব এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্র

39

নিজস্ব প্রতিবেদক
শহরের চাষাঢ়ায় অবস্থিত আল হায়াত এভিয়েশন হজ্ব এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এই এজেন্সির বিরুদ্ধে মামলা করার চেষ্টাসহ নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ এজেন্সির কর্মকর্তাদের। এদিকে, জাহিদ হাসান নামে একব্যাক্তি এই এজেন্সির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মামলা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
হজ্ব এজেন্সি কর্তৃপক্ষ জানায়, হজ্বযাত্রী আবুল কালাম মুন্সি(হজ্বযাত্রীর ট্যাকিং নং এন৯২ইডি৬৯৩এফ১) অসুস্থ থাকায় তার পরিবর্তে হজ্বে যাওয়ার কথা হয় আনোয়ার হোসেনের পুত্র জাহিদ হাসানের (ট্যাকিং নং-এনই০৮ডিএ৫৮ই, সিরিয়াল নং ২৯৫৪৯৩)। নিয়ম অনুযায়ী সব ধরনের প্রক্রিয়াও সম্পন্ন করে হজ্ব এজেন্সি আল হায়াত এভিয়েশন কর্তৃপক্ষ। কিন্তু বদলী হজ্ব জটিলতার কারণে তিনি আর হজ্বে যেতে পারেনি। শুধু জাহিদ হাসানই নয়, এমন আরো ৯জন হজ্ব যাত্রী এবার হজ্বে যেতে পারেনি। তবে যারা হজ্বে যেতে পারেনি তাদের টাকা বুঝিয়ে দেয়ার আশ্বাস দিয়েছে হজ্ব এজেন্সি কর্তৃপক্ষ, কিন্তু বাকী যাত্রীরা তা মেনে নিলেও কেবল মাত্র জাহিদ হাসানই তা মানতে নারাজ। এজেন্সির মালিক মাওলানা আরিফ আহমেদ সৌদি আরব থেকে মুঠোফোনে জানান, যারা এবার ভিসা জটিলতার কারনে হজ্বে যেতে পারেনি, তারা আগামীতে যেতে পারবেন, এবং যদি কেউ যেতে না চায় তা হলে নিয়ম অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেয়া হবে।