শোহাদায়ে কারবালা স্মরণে আব্বাসী মঞ্জিলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

90

শোহাদায়ে কারবালা স্মরণে আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফ এবং পাঠানটুলী যুব সমাজের উদ্যোগে নারায়ণগঞ্জ পাঠানটুলীতে আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফে রবিবার সকালে খাতমে কোরআন,বাদ যোহর মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, তাহরিকে খাতমে নুবুওয়্যাতের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহামাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী হুজুর। মুহাম্মদ রোকন ভুইয়া ও ফয়সালের তত্ত্বাবয়াধানে পাঠানটুলী যুব উন্নয়ন কমিটির সংশ্লিষ্টতায় মোনাজাতের পর তাবারক বিতরণ করা হয়।