সরকারি নিষেধাজ্ঞা অমাণ্য করে মা ইলিশ শিকারের সময় ফতুল্লার পাগলা কোস্ট গার্ড সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৪০ কেজি মা ইলিশ জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটায় মেঘনা নদীর মোহনায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ ওই কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। অবৈধ কারেন্ট জালের আনুমানিক মূল্য ৯৯ লাখ ২০ হাজার টাকা।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোষ্ট গার্ডেও সদস্যরা। শনিবার (০৭ অক্টোবর) দুপুরে পাগলা কোস্ট গার্ড স্টেশনের লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ এ তথ্য জানান।
তিনি আরো জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও ইলিশগুলো জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল হকের কাছে হস্তান্তর করা হলে তিনি জাল পুড়িয়ে ধ্বংস করে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন।