পানি ও গ্যাস বিহীন জেনারেল হাসপাতালের ( ভিক্টোরিয়ার) ডরমেটরি

92

নারায়ণগঞ্জ ২শ শয্যা ( ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের ডরমেটরিতে দীর্ঘ এক মাস যাবত পানি ও গ্যাস না থাকায় অবস্থানরত নার্সদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান বলেছেন, ডরমেটরির সংস্কার কাজ চলছে বলে সবাইকে অন্যত্র চলে যেতে বলা হয়েছে।সরেজমিন গিয়ে দেখা যায়, ডরমেটরির ভিতরে ৩ জন নার্সের পরিবার বসবাস করে। মাসিক সাড়ে চার হাজার টাকা ভাড়া দিয়ে সিনিয়র স্টাফ
নাস মাকসুদা বেগম একটি কক্ষে থাকেন। একই ভাড়া দিয়ে ৩ রুমে থাকেন নার্সিং সুপার ভাইজার আয়শা খানম, মাসে ২২০০ টাকায় ২ রুম নিয়ে থাকেন রহিমা ভূইয়া নামে অপর নার্স। এখানে বর্তমানে চরমবৈষম্য দেখা গেছে।
সিনিয়র স্টাফ নার্স মাকসুদা বেগম বলেন, একমাস যাবত গ্যাস ও পানি না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছ। রুম বরাদ্ধেও চরম স্বেচ্ছাচারিতা দেখিয়েছে। সব জায়গায় জানানোর পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি ডরমেটরির সংস্কার কাজ করা কালীন অন্য নার্সদের রুম দেয়া হলেও আমাকে দেয়া হয়নি। ডরমেটরির ভিতর হতে পাশের মেথরদের পানি সংযোগ দেয়া হয়েছে।এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামানের
কাছে জানতে চাইলে তিনি নিউজএটুজেডকে বলেন, ডরমেটরী সংস্কার কাজ চলছে। গ্যাসের লাইনের ভিতর পানি ডুকেছে। তিতাসের কাজ তারা ঠিক করে দিলে সম্ভব বলে দায়সারা মন্তব্য করেন। সমাজকল্যান অফিসারকে
বলেছি এবং বিষয়টি সিভিল সার্জন স্যার ও জানেন।একমাস যাবত ডরমেটরিতে গ্যাস ও পানি না থাকলেও কর্তৃপক্ষের চরম উদাসীনতায় তীব্র অসন্তোষ রয়েছে নার্সদের।