ফতুল্লায় সেফটি ট্যাংকির গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু

55

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব সেহচর লালখাঁ এলাকায় নির্মানাধীন একটি ভবনের সেফটি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় ফতুল্লার লাঁল খা এলাকায় অবস্থিত রশিদ বেপারীর নির্মানাধীন বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে মন্ডলপাড়া ফায়র সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঁশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল ময়না তদন্তের জন্য প্রেরন করেছে।শ্রমিক বিটু ইসলাম জানান, আঃ খালেক নামের এক কন্ট্রাকটারের তত্ত্বাবধানে তারা ১০জন শ্রমিক লাঁল খা এলাকায় অবস্থিত রশিদ বেপারী নামক এক ব্যাক্তির নির্মানাধীন বিল্ডিংয়ে কাজ করছিল। রোববার বিকাল সাড়ে ৪টার সময় বিল্ডিংয়ের শ্রমিক শাহীনূর, নবীন এবং লিয়াকত নামের তিন শ্রমিক নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকি পরিষ্কার করার জন্য নিচে নামলে বিষক্রিয়ায় উক্ত ৩ শ্রমিক মারা যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার (তদন্ত) শাহ জালাল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের (উপ-মহাপরিচালক) মামুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেফটি ট্যাংকির বিষক্রিয়ায় নির্মান শ্রমিকদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার পর থেকে বিল্ডিংয়ের মালিক রশিদ বেপারী এবং কন্ট্রাকটার আঃ খালেক পলাতক রয়েছে।