২০২০ সালের মধ্যে শেষ হবে ডিএনডি উন্নয়ন প্রজেক্টের কাজ -পানি সম্পদ মন্ত্রী

65

২০২০ সালের মধ্যে শেষ হবে ডি এন ডি উন্নয় প্রজেক্টের কাজ। রবিবার সিদ্ধিরগঞ্জে এসে এ কথা বলেন পানি সম্পদ মন্ত্রি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। এর আগে সিদ্ধিরগঞ্জের নাভানা ভূইয়া সিটি বালুর মাঠে ডি এন ডি উন্নয়ন প্রজেক্টের কাজ শুরু উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের নাভানা ভূইয়া সিটি বালুর মাঠে ডিএনডি প্রকল্প নিয়ে আয়োজন করা হয় এক জনসভার। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রি ব্যারিষ্টর আনিসুল ইসলাম মাহমুদ এমপি। এসময় মন্ত্রী ডিএনডি বাধের জলাবদ্ধতা নিরসনে আগামী দুই সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে। কাজটির গুণগত মান এবং শৃঙ্গলা ঠিক রাখার জন্য সেনাবাহীনিকে দায়িত্ব দেয়া হয়েছে। ২০২০ সালের মধ্যে কাজটি শেস হওয়ার কথা থাকলেও আমরা সেনাাবহিনিকে অনুরোধ করবো যাতে কাজটি আরো এক বছর আগে তারা শেষ করে। অর্থাৎ ২০১৯ সালের মধ্যে কাজটি শেষ হলে আগামী বর্ষা মৌসুম থেকেই মানুষ এর সুফল ভোগ করতে পারবে। এসময় মন্ত্রী আরো বলেন সেনাবাহীনির কাজ শেষ হওয়ার পর আশা করি ডিএনডির মানুষ আর কোন দুর্ভোগের শিকার হবে না। ডিএনডি খালের পাশে নির্মাণ করা হবে ওয়াকওয়ে। মুষ্টিমেয় কিছু মানুষের জন্য আমরা এতগুলো মানুষকে কষ্ট দিতে পারি না। মাত্র ২হাজার মানুষ এর বিরোধিতা করছে। এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামিম ওসমান ডিএনডি প্রকল্প অনুমোদন ও কাজ শুরুর কারণে প্রধানমন্ত্রীর প্রতি ডিএনডি বাসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণসম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সাধারাণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি সহ স্থানীয় আরো অনেক নেতৃবৃন্দ।