জনগনের সেবা করার জন্যই আমি রাজনীতিতে এসেছি : শাহ আলম

203

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের কাচপুরে সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলমসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশবাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই প্রসঙ্গে ফতুল্লা থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম বলেন “সৃষ্টিকর্তা মহান আল্লাহ্‌তাআলা অত্যন্ত মেহেরবান ও ক্ষমাশীল। আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলার ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক মহান আল্লাহতালা তাদের হেদায়েত দান করুক। জ্বালাও, পোড়াও এর মত ঘৃনিত কার্যক্রম আমি কখনওই সমর্থন করি না এবং কখনই করবো না। দেশ, জাতি ও জনগণের সেবা করার জন্যই আমি রাজনীতিতে এসেছি। আমার অতীত ও বর্তমান কার্যকলাপ কি, তা আমার এলাকার জনগণই এর সাক্ষী। জনগণের স্বতঃফূত’ সমর্থন, ভালবাসা ও সহযোগিতার জন্য আমি তাদের নিকট কৃতজ্ঞ। আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলার জন্য যে সকল নেতা-কর্মী সুশৃঙ্খল ভাবে প্রতিবাদ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। সর্বদাই যেন পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের সেবা করে যেতে পারি, এই জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।”