নারায়ণগঞ্জে ছাত্রদলের পেন্ডেল ভেঙ্গে দিয়েছে পুলিশ

75

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজিত পেন্ডেল ভেঙ্গে অনুষ্ঠান ভন্ডুল করে দিয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সোমবার বিকেলে উপজেলার ভুলতা (নাহাটি) ঘটে এ ঘটনা। এ ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন উপলক্ষ্যে বিকেলে ভুলতা (নাহাটি) এলাকায় কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। ওই অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার সাদাত সায়েমসহ নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা ছিলো। বিকেলে ভুলতা ফাঁড়ি পুলিশের একদল ওই অনুষ্ঠানে গিয়ে পেন্ডেল ভেঙ্গে কাপড় ছিড়ে ফেলে। এসময় পেন্ডেলে থাকা চেয়ার গুলো ছুড়ে ফেলে পুলিশ।

তবে, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কেক কাটার নামে একটি গ্রুপ অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। এলাকার শান্তি শৃংখলা রক্ষার স্বার্থে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, বিকেলে উপজেলার তারাব পৌরসভার কাজীপাড়া এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ৫২ পাউন্ড কেক কেটে ও বিশেষ মোনাযাত করেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ূনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাছিরউদ্দিন বাচ্চু, শফিকুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান ভূইয়া, নাসিরউদ্দিন ভূইয়া, আব্দুল মতিন, আশ্রাফুল হক রিপন, সানাউল্লাহ মিয়া, পাপ্পু,শাহিনা আক্তার, কাজী আহাদ,হাওয়া বেগম প্রমুখ।