যথাযোগ্য মর্যাদায় বক্তাবলি শহীদ দিবস পালিত

106

যথাযোগ্য মর্যাদায় ১৯৭১ সালের ২৯ শে নভেম্বর বর্বর পাকিস্তানীদের হাতে নিহত ১৩৯ জন শহীদদের স্বরনে বক্তাবলি শহীদ দিবস বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন দিনব্যাপি কর্মসুচী পালন করছে। সকালে বক্তাবলির কানাইনগরে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত আলী,জেলা পরিযদের সদ্যস্য জাহাঙ্গীর হোসেন,বক্তাবলি ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে সভাপতি আফাজ উদ্দিন ভূইয়া,সাধারন সম্পাদক কামরুল ইসলাম।ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগের সভাপতি সদর উদ্দিন,আব্দুল আলীম,আবু সাঈদ রিংকু,নাজির হোসেন,ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হেসেন। ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে বিএনপি নেতৃত্ববৃন্দ,কেন্দ্রীয় মৎস্যজীবি দলের পক্ষে মিলন মেহেদি,কানাইনগর গ্রামবাসী,কানাইনগর ছোবহানিয়া কিন্ডার গার্টেন,সমমনা,সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলি। এছাড়া কানাইনগর স্কুল মাঠে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প,চক্ষু চিকিৎসা শিবির ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। বক্তাবলি পরগনা বাইশময়ালী ফরায়েজী জামায়তের উদ্দ্যেগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ডিক্রিরচরে।