বক্তাবলী শহীদ দিবসে অসহায় শহিদ পরিবারকে সন্মাননা স্বারক প্রদান করেন বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাষ্ট

125

প্রেস বিজ্ঞপ্তি‍ঃ ২৯ আসে ২৯ যায়, সভা হয় সমাবেশ হয়, আলোচনা হয় প্রতিজ্ঞা হয়, শহিদ পরিবারের খবর কেউ রাখেনা। আমরাও মেডিকেল ক্যাম্প করেছি, ফুল দিয়েছি শহিদ পরিবার কি পেল? সব দিক বিবেচনায় রেখে বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাষ্ট সিদ্বান্ত নিয়েছে প্রতি বছর পর্যায়ক্রমে অসহায় শহিদ পরিবারকে সন্মাননা স্বারক প্রদান করা হবে। সেই লক্ষ্যে এবছর ৭টি পরিবারকে স্বারক সন্মাননা প্রদান করা হল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ শহিদুল্লাহ সরকারের ছোট ভাই শ্রদ্ধেয় হারুনুর রশীদ সরকার দুলাল স্যার। বিশেষ অতিথি ছিলেন শহিদ মনিরুজ্জামানের ছোট ভাই ইফতেখারুজ্জামান শাহিন।সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি আলামিন ইকবাল।
উপস্থিত ছিলেন জামালউদ্দিন বারী, মাওঃ মোখতার হোসাইন, লোকমান হুসাইন, এম এ মতিন, মোখতার হোসাইন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কবি সেলিম,শাহাদাত স্বপন, নজরুল ইসলাম, সাদ্দাম কায়সার, দেওয়ান আহমেদ, নবি হোসেন, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুলাল স্যার কানাইনগর হাইস্কুলের শিক্ষার মান নিয়ে ক্ষোভ ব্যাক্ত করেন। তিনি বক্তাবলি ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রোগ্রাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।