আন্তর্জাতিক লেখক দিবস-বাংলাদেশ লেখক সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন

193
সংবাদ বিজ্ঞপ্তিঃ “শান্তির পৃথিবী চাই, এক পৃথিবীর স্বদেশ চাই” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রাইটার্স ক্লাব (ই ড ঈ) প্রতি বছরের ন্যায় আন্তর্জাতিক লেখক দিবস উদ্যাপনের সাথে সাথে তিনদিন ব্যাপি  বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ পালনের পরিকল্পনা গ্রহন করেছে। গত ১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ষোড়শ আন্তর্জাতিক লেখক দিবস ও বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ -এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় অনান্যও মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব (ই ড ঈ) এর সাধারন সম্পাদক কবি নিশাত খান,  থাসাহিত্যিক  ইসহাক খান, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি ঝর্না রহমান, গবেষক আখতার উদ্দিন মানিক,শিশুসাইিত্যিক রহিম শাহ্, কবি বিলু কবীর , কবি মেহেরুন নেসা ইসলাম, পেন বাংলদেশ সেক্রেটারি সৈয়দা আইরন জামান, ছড়াকার সোহেল মল্লিক, কবি মুকুল রায়, কবি কামরুজ্জামান, কবি লিন্ডা আমিন , কবি নাহিদা আশরাফী, কবি ইউসুফ রেজা, কবি সুরাইয়া বেগম, ডা: আমিন উদ্দিন, কবি পুলক বড়ুয়া, কবি কাজী আনিসুল হক, কবি মাশরুবা লাকী, নাছিমা রহমান শিউলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সোহাগ সিদ্দিকী । ষোড়শ আন্তর্জাতিক লেখক দিবস ও বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ এর সারাদেশের প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি তৃণমূল লেখকদের সম্মিলন ঘটবে বলে উপস্থিত সকলে আশাব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতি ক্রমে সভায় ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি, ৩১ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক নির্বাচিত হন কবি শেখ রবিউল হক। প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন কবি ফরিদ আহমদ দুলাল। সভায় বাংলাদেশ রাইটার্স ক্লাব সারাদেশের প্রবীণ ও নবীন সকল লেখককে এই সম্মেলনে অংশগ্রহণ করতে বিনীত অনুরোধ জানায়। বি:দ্র: ষোড়শ আন্তর্জাতিক লেখক দিবস ও বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ এর পূর্ণাঙ্গ কমিটির তালিকা, নিবন্ধন সহ বিস্তারিত শীগ্রই জানানো হবে।