গ্রাম পুলিশ দিয়ে থানা পুলিশ সহযোগীতা পেয়ে থাকেন-কামাল উদ্দিন

134

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫টি ইউপির ৪২ জন গ্রাম পুলিশকে পরিচয়পত্র দিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে গ্রাম পুলিশদের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে দেন ওসি কামাল উদ্দিন। অপরাধীদের তথ্য সরবরাহে গ্রাম পুলিশদের তৎপর করতে ফতুল্লা মডেল থানা এ ব্যবস্থা গ্রহণ করেছে।

এসময় ওসি কামাল উদ্দিন বলেন, গ্রাম পুলিশ দিয়ে থানা পুলিশ অপরাধ দমনে সার্বিক সহযোগীতা পেয়ে থাকেন। বর্তমান সময়ে গ্রাম পুলিশরা অবহেলিত। গ্রাম পুলিশদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি। সরকারী ভাবে গ্রাম পুলিশরা যে বেতন ভাতা পেয়ে থাকেন তা খুবই কম। তারপরও তারা আইনশৃঙ্খলা রক্ষায় শ্রম দিতে প্রস্তুত। তাদের আংশিক দাবির মধ্যে পরিচয়পত্র, বাইসাইকেল ও মোবাইল প্রয়োজন। এর মধ্যে পরিচয়পত্র তাদেরকে দেয়া হয়েছে। তৎপরতা বৃদ্ধিতে দ্রুতই ফতুল্লা মডেল থানার পক্ষ থেকে বাইসাইকেল ও মোবাইল দেয়া হবে। তিনি আরো বলেন, ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, কাশিপুর, বক্তাবলীসহ ৫টি ইউপিতে ৪২ জন গ্রাম পুলিশ রয়েছে।

পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিদর্শক (তদন্ত) শাহ জালাল, পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান, পরিদর্শক (আইসিটি) গোলাম মোস্তফা, ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, রিপোটার্স ইউনিটির সভাপতি নূর ইসলাম নূরু, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামার অনু, সংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংবাদিক আলামিন প্রধান, কামাল হোসেন প্রমুখ।