সোনারগাঁয়ে বিড়ি ভোক্তাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

42

সোনারগাঁ প্রতিনিধি: বাংলাদেশে বিড়ি শিল্প রাখবনা অর্থমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ অঞ্চলের বিড়ি ভোক্তাদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেন, নারায়ণগঞ্জ জেলা বিড়ি ভোক্তা সমিতির সভাপতি মো: সাইফুর রহমান, সোনারগাঁ অঞ্চলের সভাপতি রবি সরকার, সাধারন সম্পাদক মুদি মিয়া, বন্দর অঞ্চলের সভাপতি দেলোয়ার হোসেন, গজারিয়া অঞ্চলের সভাপতি রাজু আহাম্মেদ, সদস্য স্বপন সরকার, হারুন অর রশিদ, লোকমান খান, লতিফ শেখ প্রমূখ।

বক্তারা বলেন, বিড়ি গরীব এবং খেটে খাওয়া মানুষের পন্য এর উপর কর বাড়ানো যাবেনা বরং সিগারেটের উপর কর বাড়াতে হবে কিন্তু বর্তমান অর্থমন্ত্রী সিগারেটের উপর কর কমিয়ে বিড়ির উপর কর বাড়িয়ে দেওয়ায় ঐতিহ্যবাহী বিড়ি শিল্প এখন ধ্বংসের পথে। বিড়ি শিল্পীর সঙ্গে জড়িত ৩০ লাখ শ্রমিক অনিশ্চিত বেকার জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, আগামী বাজেটের আগে সিগারেটের সঙ্গে বৈষম্যপূর্ন বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে বিড়ি ভোক্তা পক্ষ কঠোর আন্দোলন গড়ে তুলবে।