নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

42

স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে চাষাড়া বিজয়স্তম্ভে দিনের শুরুতেই জেলার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে পালিত হচ্ছে বিজয় দিবস।

শনিবার সকাল ৬.৩৪ মিনিটে চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। এরপর একে একে সবাই চাষাড়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।

বিজয়স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রসাশক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা সিভিল সার্জন এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, সদর উপজেলা ইউএনও তাসনীন জেবিন বিনতে শেখ ও প্রফেসর শিরীন বেগমসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাগণ।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ, তোলারাম সরকারি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।