রূপগঞ্জে সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া

30

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ত্রাসীরা দিনেদুপুরে এলাকায় অস্ত্রের মহড়া দিয়েছে। এসময় তারা এক ব্যবসায়ীর বাড়ীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের অস্ত্রের মহড়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার নাথপাড়া এলাকার ।
বিদ্যুৎ চন্দ্র দাসের লিখিত অভিযোগ থেকে জানা যায়, নাথপাড়া এলাকার সন্ত্রাসী সুভাস দাস, রাহুল দাস ও প্রহল্লাদ দাস গত কয়েক মাস ধরে তার বাড়ি থেকে অংশ পায় বলে দাবী করে আসছে। এ নিয়ে রূপগঞ্জ থানাসহ এলাকায় একাধীকবার সালিশ হয়। সালিশ বিদ্যুৎ চন্দ্র দাসের পক্ষ গেলে তারা অংশ বাদ দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। বুধবার দুপুরে বিদ্যুৎ চন্দ্র দাস তার বাড়ির নির্মাণ কাজ করতে গেলে সুভাস, রাহুল ও প্রহল্লাদসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বেশ কয়েকবার মহড়া দেয়। পরে তারা বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয়। একপর্যায়ে তারা বিদ্যুৎ দাসকে প্রাণনাশের হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়।
ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নিবো।