জেমএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেফতার

53

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকা থেকে নব্য জেমএমবির সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতি শাখার শীর্ষ নেতা শায়েখ আরিফ হোসেনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান জঙ্গিবাদি বই ও নোটশীট। রোববার দুপুরে র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্ণেল কামরুল হাসান সাংবাদিকদের এতথ্য জানান।
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শায়েখ আরিফ হোসেন ২০১৪ সাল থেকে জেএমবির কেন্দ্রীয় দাওয়াতী বিষয়ক শুরার সদস্য এবং ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলের দাওয়াতী আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। খিলগাঁও এলাকায় মসজিদের ইমাম ও খতিব এর পেশার আড়ালে জেএমবির দাওয়াতি শাখার কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানী ছাড়াও তিনি দেশের বিভিন্ন জেলায় জেএমবির সদস্য সংগ্রহের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে রূপগঞ্জ ও রাজধানীসহ বিভিন্ন জেলায় কমপক্ষে চারটি মামলা রয়েছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কোরআন সুন্নাহ একাডেমী মসজিদ থেকে বিপুল পরিমান জঙ্গিবাদি বই ও নোটশীট উদ্ধার করে। র‌্যাব এরপর রাজধানীর মুগদা এলাকা থেকে শায়েখ আরিফ হোসেনের বিস্বস্ত সহযোগী রমিজ উদ্দিন ভূঁইয়া ওরফে বাবুকে গ্রেফতার করে। রমিজ উদ্দিন জেএমবির এক মজলিসে গোপন বৈঠক করে ফিরছিলেন।গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।